প্রতিনিধি কৈলাসহর:-রক্তদান মহৎ দান।রক্তদান কর্মসূচির মাধ্যমে রাজ্যে রক্তের ঘাটতি পূরণে এগিয়ে এলো কুমারঘাট এর অন্যতম নিউজ চ্যানেল ত্রিপুরা নিউজ ওয়েব।ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচনের মুহূর্তে রক্তস্বল্পতা দেখা দেয় রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতে। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন হাসপাতাল গুলিতে রক্তের জন্য হাহাকার পড়ে যায়।ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বেশি বেশি করে রক্তদান শিবিরের আয়োজন করার উপর গুরুত্বারোপ করেছেন।Tripura news wave এর উদ্যোগে সোমবার
ফটিকরায় নজরুল কলাকেন্দ্রে রক্তদান শিবিরের মাধ্যমে ১৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে ফটিকরায় কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরা নিউজ ওয়েব কর্ণধার প্রহেলি ভট্টাচার্যর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাসের পাশাপাশি ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিব দাস,ত্রিপুরা জানালিষ্ট ইউনিয়নের রাজ্য কমিটির সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন,ঊনকোটি জেলা কমিটির সভাপতি আশুতোষ পাল সহ ঊনকোটি জেলার অন্যান্য নেতৃত্ব ও জেলার অন্যান্য সাংবাদিকরা। রক্তদান শিবিরে এলাকার সমাজসেবীদের পাশাপাশি সাংবাদিকরাও রক্তদান করেন।শুধু মাত্র সংবাদ পরিবেশনা নয় সামাজিক কাজে এগিয়ে এসে নজির করলো ত্রিপুরা নিউজ ওয়েব।এ ধরনের প্রয়াস আগামীদিনে ও জারী থাকবে বলে জানা গেছে।
সংবাদ মাধ্যমের উদ্যোগে রক্তদান কর্মসূচি ফটিকরায়ে
85
previous post