Home » মারাত্মক বাস দুর্ঘটনা সংঘটিত হয় সাব্রুমের দমদমা এলাকায়, ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনী

মারাত্মক বাস দুর্ঘটনা সংঘটিত হয় সাব্রুমের দমদমা এলাকায়, ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনী

by admin

মঙ্গলবার সকাল সাড়ে দশঘটিকা নাগাদ মারাত্মক বাস দুর্ঘটনা সংঘটিত হয় সাব্রুমের দমদম এলাকায়, ঘটনার বিবরণী জানা যায় আগরতলার দিক থেকে আগত TR01C 1360 নাম্বারের শিব বাবা এক্সপ্রেস নামক এসি বাস বাইসাইকেল আরোহী এক পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনায় গুরুতর আহত হয় সাব্রুমের নগর পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের তথা বিকে পল্লীর বাসিন্দা 55 বরশিও পরিমল দে, বাবা মৃত মনিন্দ্র দে, পেশায় পরিমল দে দিনমজুর, এছাড়াও গুরুতর আহত হয় গাড়ি স্টাফ তাপস দেবনাথ, উভয়কেই সাব্রুম দমকল বাহিনী সাব্রুম হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল আরোহী পরিমল দের অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালের রেফার করে দেন।

You may also like

Leave a Comment