উদয়পুর প্রতিনিধি
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এক বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্লাম্বারের সামগ্রী । ঘটনা উদয়পুর সোনামুড়া চৌহমুনি এলাকায় জাতীয় সড়কের পাশে । জানা যায় বাড়ির মালিক ইন্দ্রজিৎ পাল অন্যান্য দিনের মতো রমেশ চৌহমুনি নিজ দোকানে গিয়েছেন ব্যবসা করার জন্য । কিন্তু বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ করে ইন্দ্রজিৎ পালের বাড়ির ছাদের উপর প্লাম্বারের বিভিন্ন প্লাস্টিক সামগ্রির মধ্যে বিধ্বংসী আগুন সংঘটিত হয় । বাড়ির সদস্যদের কাছ এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে রমেশ চৌহমুনি থেকে দৌড়ে ছুটে আসে বাড়ির মালিক ইন্দ্রজিৎ পাল । পরবর্তী সময় এলাকা বাসীরা অগ্নিকাণ্ডের ঘটনা জানিয়ে ফোন করে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে । অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি বড় ইঞ্জিন । দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমকল কর্মীরা জানান এই অগ্নিকাণ্ডের জেরে ইন্দ্রজিৎ পালের প্লাম্বার সামগ্রী ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লক্ষাধিক টাকা । দমকলকর্মীরা প্রাথমিক অনুমান করেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে । ইন্দ্রজিৎ পালের বাড়িতে মঙ্গলবার বিকেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পেয়ে সোনামুড়া চৌহমুনি এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে ।