93
হোলির দিন থানার ভিতরেই মত্ত হয়ে নাচগান করছিলেন পাঁচ পুলিশকর্মী। তাঁদের এই গোপন কীর্তির কথা হয়তো কেউ টের পেত না। কিন্তু সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গেল নাচের সেই ভিডিয়ো। তড়িঘড়ি ৫ জনকে সাসপেন্ড করে মুখরক্ষা করছে ঝাড়খণ্ড পুলিশ।গত বুধবার ঝাড়খণ্ডের গোড্ডা জেলার মহাগামা থানায় এই ঘটনাটি ঘটে। থানার মধ্যেই রং মেখে, গান চালিয়ে নাচ করতে শুরু করেন পাঁচ জন। এই ঘটনা নিয়ে হইচই শুরু হতেই বিভাগীয় তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে ওই পাঁচ জন যে অন্যায় করেছেন এবং নিয়মভঙ্গ করেছেন, তা প্রমাণিত হয়। স্থানীয় এসপি নাথু সিংহ মিনা পাঁচ জনকে সাসপেন্ড করার নির্দেশ দেন। পাঁচ জনের মধ্যে ৩ জন কনস্টেবল, ২ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে হাতে মদের গ্লাস নিয়ে নাচ করছেন ওই ৫ জন পুলিশকর্মী।