Home » ‘চিনা মোবাইল ব্যবহার নয়’, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মোতায়েন সেনাদের সতর্কবার্তা গোয়েন্দাদের

‘চিনা মোবাইল ব্যবহার নয়’, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মোতায়েন সেনাদের সতর্কবার্তা গোয়েন্দাদের

by admin

চিনের তৈরি মোবাইল এবং অ্যাপ ব্যবহার করবেন না। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (লাইন অফ অ্যাকচ্যুয়াল কন্ট্রোল বা এলএসি) বরাবর মোতায়েন সেনাদের এমনই সতর্কবার্তা দিলেন গোয়েন্দারা।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দাদের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে সেনাকর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও চিনা মোবাইল এবং অ্যাপ ব্যবহারে বিরত থাকতে বলেছেন গোয়েন্দারা। এ নিয়ে সেনাকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের সাবধান করার জন্য সেনাকর্তাদের পরামর্শ দিয়েছেন তাঁরা।

নির্দেশিকায় সেনাকর্তাদের উদ্দেশে বলা বয়েছে, ‘‘সেনাকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের চিনের মোবাইল কেনা বা ব্যবহার করায় নিরস্ত করুন।’’ শুধুমাত্র চিনই নয়, ভারত বিরোধী দেশগুলির স্মার্টফোনও নিয়েও সতর্ক করা হয়েছে নির্দেশিকায়। সেনার গোয়েন্দাদের দাবি, বহু ক্ষেত্রেই চিনা মোবাইল এবং অ্যাপে ম্যালঅয়্যার ও স্পাইঅয়্যার পাওয়া গিয়েছে। এ নিয়ে আগেও পদক্ষেপ করেছেন তাঁরা।

You may also like

Leave a Comment