কল্যানপুর প্রতিনিধি।।
পুলিশি পাহারার মধ্যেই কল্যাণপুরে সিরিজ চুরি। ঠিক যেন বজ্র আঁটুনি ফস্কা গেরো। একই রাতে পর পর তিন দোকানে চুরির ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি কল্যানপুর থানাধীন বাগান বাজার ও গুংরাইছড়া এলাকায়। খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে বলে জানা গেছে। যদিও চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা চোরচক্রের পান্ডাদের গ্রেপ্তারের কোন খবর নেই।
বিস্তারিত খবর দিয়ে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায় আজ সকালে বাগান বাজারের মুদিমাল ব্যবসায়ী কৃষ্ণধন দাস নিজের দোকান খুলতে গিয়ে লক্ষ্য করেন তার দোকানের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। বাইরে থেকে দোকানের ভেতরে লন্ডভন্ড অবস্থা দেখতে পেয়ে সাথে সাথেই কল্যাণপুর থানায় খবর দেওয়া হয়। ব্যবসায়ী কৃষ্ণধন শুক্লদাস অভিযোগ করে বলেন তার দোকানের প্রায় চল্লিশ কার্টুন ভোজ্য তেল চোরের দল হাতিয়ে নিয়েছে। অন্যান্য দোকানিদেরও ধারণা এত বিশাল পরিমাণ মালামাল চোরচক্রের পান্ডারা গাড়ি করেই পালিয়েছে। ওই রাতেই গুংরাইছড়া এলাকার অনিতু দেব ও অমৃত দেবের মুদি মাল দোকানে হানাদারী চালিয়ে চোরের দল বিভিন্ন মালামাল হাতিয়ে নেয়। সবকয়টি ঘটনায় কল্যাণপুর থানায় জানানো হলেও খবর লেখা অব্দি চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা চোর চক্রের ছাইদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রশ্ন উঠেছে পুলিশের পাহারা নিয়েও। একই রাতে সিরিজ চুরির ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।
পুলিশি পাহারার মধ্যেই কল্যাণপুরে সিরিজ চুরি।
119