প্রতিনিধি , উদয়পুর :-
গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজ্যে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন । সে সাথে গোমতী জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয় একই দিনে । নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকে বর্তমান কি পরিস্থিতি সমস্ত বিষয় নিয়েই শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সাংবাদিক সম্মেলন করতে গিয়ে গোমতী জেলা শাসক জানান , এবছরের বিধানসভা নির্বাচন খুবই শান্ত ভাবেই সম্পন্ন হয়েছে । ছোটখাটো যে সকল অশান্তের খবর উঠে এসেছে সেসব বিষয় নিয়ে ইতিমধ্যেই পুলিশ করা ব্যবস্থা গ্রহণ করে । এছাড়াও দশটি মামলা নথিভুক্ত হয়েছে পুলিশের কাছে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে । যারা শাসক জানান আগামী ১৫ই মার্চ পর্যন্ত গোমতী জেলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী ও ত্রিপুরা স্টেট রাইফেল । মার্চের দুই তারিখ ভোট গণনার পরেও করা পুলিশি মোতায়েন থাকবে গোটা জেলা জুড়ে । এদিনের সাংবাদিক সম্মেলনে গোমতী জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং ও কেন্দ্রীয় সরকারের বর্ডার সিকিউরিটি ফৌজ , সিআইএসএফ সহ অন্যান্য কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ।