Home » রাইমাভ্যালী এলাকায় শান্তি-সম্প্রীতি-ভাতৃত্ববোধের রক্ষার্থে রিটার্নিং অফিসারের আহব্বানে শনিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

রাইমাভ্যালী এলাকায় শান্তি-সম্প্রীতি-ভাতৃত্ববোধের রক্ষার্থে রিটার্নিং অফিসারের আহব্বানে শনিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ১৮ ফেব্রুয়ারি:- রাইমাভ্যালী এলাকায় শান্তি-সম্প্রীতি-ভাতৃত্ববোধের রক্ষার্থে রিটার্নিং অফিসারের আহব্বানে শনিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন গন্ডাছড়া ডাক বাংলোতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন রাইমাভ্যালী বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস, মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা, গন্ডাছড়া থানার ওসি পলাশ দত্ত, সিআরপিএফের আধিকারিক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং এজেন্টগন। বৈঠক শেষে রিটার্নিং অফিসার তথা গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস সাংবাদিকদের জানান ২০২৩ বিধানসভা নির্বাচন রাইমাভ্যালী এলাকায় শান্তিপূর্ণ নির্বিঘ্নে সুন্দরভাবে কেটেছে। এই কেন্দ্রে বিজেপি, সিপিআইএম এবং তিপ্রা মথা এই তিনটি পার্টি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। তিনি জানান শান্তিপূর্ণ নির্বাচন করার ক্ষেত্রে সব দলের পক্ষ থেকে প্রশাসনকে দারুণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এছাড়া বহিরাজ্যের সিআরপিএফের জওয়ানরাও নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। যার ফলে নির্বিঘ্নে কোথাও কোন ঝামেলা ছাড়া নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান নির্বাচন চলাকালীন সময় কারোর কোন অভিযোগ ছিল না। তবে নির্বাচনের পরে রাজ্যের কিছু কিছু জায়গায় দেখা যায় আইন শৃঙ্খলা বিঘন্ন ঘটে। মহকুমা শাসক জানান রাইমাভ্যালী এলাকায় নির্বাচনের আগেও শান্তি সম্প্রীতির পরিবেশ ছিল আর নির্বাচনের পরেও যাতে এলাকায় শান্তি সম্প্রীতি বজায় থাকে এই নিয়ে এদিন সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। নির্বাচনের আগে রাইমাভ্যালী এলাকায় যেভাবে বিভিন্ন ধরনের পেট্রোলিং চলছিল সেটা এখনো জারি থাকবে। আর.ও সাহেব এদিন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে আহ্বান রাখেন এখন থেকে ভোট গণনা পর্যন্ত এবং গণনার পরেও যাতে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা না ঘটে। পাশাপাশি সংবাদ মাধ্যমের মাধ্যমে এলাকার মা, ভাই,বোনদের উদ্দেশ্যে আহবান রাখেন সবাই যেন সংযত থাকেন, সবাই যেন মিলেমিশে থাকেন এবং সুন্দর একটি নির্বাচনী পিরিয়ড জিরো ফুল বায়োলেন্স মিশন সেটা যাতে সফল হয়।

You may also like

Leave a Comment