Home » নির্বাচনী প্রচারে রাজ্যে আসলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা

নির্বাচনী প্রচারে রাজ্যে আসলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

বিধানসভা নির্বাচনে প্রচারে রাজ্যে আসলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা । বুধবার রাজ্যে এসেই উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন তিনি । এদিন মাতার বাড়িতে এসে মায়ের উদ্দেশ্যে পুজো অর্চনা করেন কেন্দ্রীয় মন্ত্রী । মায়ের মন্দিরে পুজো অর্চনা শেষ করে মন্দিরে চারদিক প্রদক্ষিণ করেন তিনি । পরে ত্রিপুরেশ্বরী মন্দিরের পাশে থাকা মহাদেব মন্দিরেও পুজো দেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা । মন্দিরে পুজো শেষ করে কল্যাণ দিঘিতে গিয়ে মাছ ও কচ্ছপের উদ্দেশ্যে তিনি খাওয়ার দেন । পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা জানান , কেন্দ্রে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি থাকার কারণে উওর পূর্বাঞ্চলে সমস্ত রাজ্যগুলির মধ্যে উন্নয়ন করা সম্ভব হয়েছে । এইদিকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ত্রিপুরা রাজ্যে লাগু করা হয়েছে । কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন যোজনা গুলি রাজ্যের জনগণ পাওয়ার ফলে এই রাজ্যটি খুব দ্রুত বিকশিত হয়েছে । ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মাতারবাড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয় হবে এবং সাধারণ মানুষ দুই হাত তোলে আশীর্বাদ করবে ভারতীয় জনতা পার্টি কে এমনটাই বললেন তিনি ।

You may also like

Leave a Comment