Home » ১০ হাজার টাকায় ১৫ দিনের শিশুপুত্রকে বিক্রি করলেন তারই বাবা

১০ হাজার টাকায় ১৫ দিনের শিশুপুত্রকে বিক্রি করলেন তারই বাবা

by admin

১৫ দিনের শিশুপুত্রকে ১০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগ উঠল তারই বাবার বিরুদ্ধে। ঘটনাটি ওড়িশার জগৎসিংহপুর জেলার। ঠাকুমার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে। সোমবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।জগৎসিংহপুর জেলার পোকাপুর গ্রামের এক বাসিন্দা কাঙালি মল্লিককে সন্তান বিক্রি করেন এক যুবক। জানতে পেরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির ঠাকুমা। খবর দেওয়া হয় শিশু সুরক্ষা বাহিনীকেও। এর পরই তল্লাশি অভিযান শুরু হয়। পরে সদ্যোজাতকে উদ্ধার করে পুলিশ। আটক করা হয়েছে কাঙালি নামের ওই মহিলাকে।

You may also like

Leave a Comment