আগামীকাল সোমবার নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন তৃণমূল সুপ্রিমও তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর আগে রবিবার রাজ্যবাসীদের উদ্দেশ্যে ৩৬ পৃষ্ঠার একটি ইস্তাহার তুলে ধরেছেন রাজ্যবাসীদের উদ্দেশ্যে৷
রবিবার সাংবাদিক সম্মেলন করে দলের ইস্তাহার প্রকাশ করেছেন তৃণমূল রাজ্য সভাপতি পীযুষ বিশ্বাস৷ এ উপলক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, আগামীকাল রাজ্যে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়৷ এখানে এসে কয়েকটি জনসভায় অংশ নেবেন৷ পরদিন প্রার্থীদের প্রচারে রেলি করবেন। মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে আসবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীও৷ এ উপলক্ষে প্রদেশ নেতৃত্বের মধ্যে চলছে জোরদার প্রস্তুতি৷
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ৬০ আসন বিশিষ্ট বিধানসভার ২২টি আসনে প্রার্থী দিতে পেরেছে৷ এছাড়া, দল নির্বাচনোত্তর পরিস্থিতিতে কার সঙ্গে জোটে যাবে তা এখনো ঘোষণা করেনি৷