Home » আগামীকাল রাজ্যে আসছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়

আগামীকাল রাজ্যে আসছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়

by admin

আগামীকাল সোমবার নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন তৃণমূল সুপ্রিমও তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর আগে রবিবার রাজ্যবাসীদের উদ্দেশ্যে ৩৬ পৃষ্ঠার একটি ইস্তাহার তুলে ধরেছেন রাজ্যবাসীদের উদ্দেশ্যে৷

রবিবার সাংবাদিক সম্মেলন করে দলের ইস্তাহার প্রকাশ করেছেন তৃণমূল রাজ্য সভাপতি পীযুষ বিশ্বাস৷ এ উপলক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, আগামীকাল রাজ্যে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়৷ এখানে এসে কয়েকটি জনসভায় অংশ নেবেন৷ পরদিন প্রার্থীদের প্রচারে রেলি করবেন। মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে আসবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীও৷ এ উপলক্ষে প্রদেশ নেতৃত্বের মধ্যে চলছে জোরদার প্রস্তুতি৷

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ৬০ আসন বিশিষ্ট বিধানসভার ২২টি আসনে প্রার্থী দিতে পেরেছে৷ এছাড়া, দল নির্বাচনোত্তর পরিস্থিতিতে কার সঙ্গে জোটে যাবে তা এখনো ঘোষণা করেনি৷

You may also like

Leave a Comment