Home » শিশুদের সুরক্ষায় হোয়াটসঅ্যাপকে ব্যবহার করতে চলেছে দিল্লি সরকার। নতুন এই ব্যবস্থার উদ্বোধন হতে চলেছে আগামী ১ ফেব্রুয়ারি। উদ্বোধন করবেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।

শিশুদের সুরক্ষায় হোয়াটসঅ্যাপকে ব্যবহার করতে চলেছে দিল্লি সরকার। নতুন এই ব্যবস্থার উদ্বোধন হতে চলেছে আগামী ১ ফেব্রুয়ারি। উদ্বোধন করবেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।

by admin

শিশুদের সুরক্ষায় হোয়াটসঅ্যাপকে ব্যবহার করতে চলেছে দিল্লি সরকার। নতুন এই ব্যবস্থার উদ্বোধন হতে চলেছে আগামী ১ ফেব্রুয়ারি। উদ্বোধন করবেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। দিল্লি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে একটি চ্যাটবট তৈরি করা হচ্ছে। এই চ্যাটবট চলবে কৃত্রিম মেধার দ্বারা। হোয়াটসঅ্যাপে নারী এবং শিশুদের নিয়ে কোনও অভিযোগ জানানো হলে কৃত্রিম মেধার দ্বারা তৎক্ষণাৎ উত্তর দেবে ওই চ্যাটবট। আর সরকারের কন্ট্রোল রুমেও সঙ্গে সঙ্গে নথিবদ্ধ হয়ে যাবে অভিযোগ। এতে খুব দ্রুত পদক্ষেপ করা যাবে বলে মনে করছে আপ সরকার।

You may also like

Leave a Comment