Home » শান্তির বাজার ভগৎসিং পাড়ায় ফাঁসীতে আত্মহত্যাকরলো এক গৃহবধূ।

শান্তির বাজার ভগৎসিং পাড়ায় ফাঁসীতে আত্মহত্যাকরলো এক গৃহবধূ।

by admin

শান্তির বাজার ভগৎসিং পাড়ায় ফাঁসীতে আত্মহত্যাকরলো এক গৃহবধূ।

ঘটনার বিবরনে জানাযায় বৃহস্পতিবার শান্তির বাজার মহকুমার আশ্রমটিলা ভগৎসিৎ পাড়াথেকে ফাঁসীতে আত্মঘাতী এক গৃহবধূকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধারকরে শান্তির বাজার ট্রোমাকেয়ার সেন্টারে নিয়ে আসে। ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তির বাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত্যুর কারন জানতে তদন্তে নেমেছেন। জানাযায় মৃত গৃহবধূর নাম সুভ্রতা চৌঁধুরী স্বামী সুকান্ত চৌঁধুরী। মৃত গৃহবধূর মৃতদেহ আগামীকাল ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলেদেওয়াহবে। গৃহবধূর অস্বভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমেএসেছে।

You may also like

Leave a Comment