117
প্রতিনিধি কৈলাসহর:-বিধানসভা নির্বাচন ঘোষনা হওয়ার সাথে সাথেই আদর্শ আচরন বিধি লাগু হয়ে গেছে প্রশাসনের তরফে।সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার পাশে থাকা বিভিন্ন ফ্ল্যাগ ও ফেস্টুন সামগ্রী খুলে ফেলার কাজ শুরু করেছে।আজকে রাতের মধ্যেই বিভিন্ন ফ্ল্যাগ ও ফেস্টুন খুলে ফেলে দেবে প্রশাসন বলে জানানো হয়েছে।পাশাপাশি সরকারি প্রচারমূলক বিভিন্ন ফ্লেক্স খোলার কাজ ও চলছে। জোর কদমে ৫৩ কৈলাশহর বিধানসভা কেন্দ্র ও ৫২ চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা এই সমস্ত ফ্লেক্স গুলি খুলে ফেলার কাজও চলছে।আজ এই বিষয় নিয়ে বিকাল ৩টা নাগাদ সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলোক্ট্রোরেল অফিসার ডাঃ বিশাল কুমার।