Home » মহকুমা বিচারালয়ের নতুন ভবন নির্মাণের ভূমি পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মহকুমা বিচারালয়ের নতুন ভবন নির্মাণের ভূমি পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

by admin

প্রতিনিধি তেলিয়ামুড়া। আজ তেলিয়ামুড়া মহকুমা বাসীর কাছে গর্বের দিন। মহাকুমা বাসীর দীর্ঘদিনের দাবি ছিল তেলিয়ামুড়ায় মহকুমা বিচারালয় গঠন করার জন্য। দীর্ঘ এক দশকের উপর সময় ব্যয় হয়ে গেল শুধু জায়গা নির্ধারণ করতে করতেই। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় যিনি নিজেও একজন এডভোকেট। স্বাভাবিকভাবে বলা যায় শ্রীমতি রায়ের এ ব্যাপার একটা উদ্যোগ প্রথম থেকেইছিল। অবশেষে কল্যাণী রায়ের একান্ত প্রচেষ্টায় তেলিয়ামুড়া মহকুমার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত অম্পি চৌমুহনীতে যেখানে বর্তমানে তহশীল অফিস, পাবলিক লাইব্রেরী, স্পোর্টস অফিস গুলি রয়েছে সেই জায়গাতেই গড়ে উঠবে মহকুমা বিচারালয়। ইতিমধ্যেই জায়গাটি আইন দপ্তরের অধীনে দেওয়া হয়েছে। আজ মহকুমা বিচারালয়ের নতুন ভবন নির্মাণের ভূমি পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে যে তিনটি অফিস রয়েছে সেগুলিকে অন্যত্র ইতিমধ্যে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমান অফিস গুলিকে মেরামত করার কাজ আগামী দু একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি টি অমরনাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামী কিছুদিনের মধ্যেই দুজন বিচারপতিকে এখানে পোস্টিং দেওয়া হবে।
, হাইকোর্টের বিচার পতি অরিন্দম লোদ তেলিয়ামুড়া মহকুমায় বিচারব্যবস্থার কাজ শুরু হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক তথা বিধায়িকা কল্যানী রায়, আলোচনা করতে গিয়ে বলেন, তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘবছরের দাবী আজ পূর্ণ হল। এখন আর তেলিয়ামুড়া মহকুমা বাসিকে বিচারের জন্য অর্থখরচ করে খোয়াই যাতায়াত করতে হবে না। ছোট খাট ঝামেলা বিচারের জন্য খোয়াই যাতায়াতের সমস্যা এবং ঝামেলার অবসান হয়ে যাবে তেলিয়ামুড়াতেই। আগামী কয়েক দিনের মধ্যেই তেলিয়ামুড়া মহকুমা আদালতের কাজকর্ম শুরু হয়ে যাবে। তিনি এও জানান এখন যেখানে পাবলিক লাইব্রেরি এবং স্পোর্টস অফিস রয়েছে সেখানেই আপাতত মহকুমা আদালতের কাজকর্ম চলবে। তিনি আরও জানান বর্তমান ডি সি অফিস যে জায়গায় রয়েছে সেখানেই তৈরী করা হবে মহকুমা আদালতের নতুন পাকা দালান বাড়ী। আজকের এই শিলান্যাস এবং ভুমিপূজনের পরেই এর নির্মান কাজ শুরু হবে বলে জানান বিধায়িকা কল্যানী রায়। আজকের মহকুমা বিচারালয়ের শিলান্যাস এবং ভূমি পূজন অনুষ্ঠানে প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

You may also like

Leave a Comment