অদ্য রোজ বৃহস্পতিবার 12 ই জানুয়ারি 2023 ইংরেজি সাব্রুমের থাইবোং সংলগ্ন রেললাইনের উপর সংঘটিত হয় আত্মহত্যার ঘটনা, ঘটনা পরিলক্ষিত করে এলাকার মেম্বর নয়ন দেবনাথ সাথে সাথে খবর দেন সাবরুম থানার পুলিশকে,পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত ঘটনার বিষয়ে এলাকাবাসী এবং পরিবারের লোকজনের সাথে কথা বলে বিষয় সম্বন্ধে জানতে পারেন এবং জানান সাবরুম এর মাগুরছড়া এলাকার 52 বছরের বয়স্কা কাজল দেবী দিনামাটিলা এলাকায় তার মেয়ে রাখি দেবনাথ এর বাড়িতে বেড়াতে আসেন,মানসিক অবসাদগ্রস্ত তার কারণে তার মেয়ের বাড়ির আত্মীয়রা তাকে গ্রামীন ওঝার কাছে নিয়ে যায় শুশ্রূষার জন্য,কিন্তু হঠাৎ তিনি সেখান থেকে উঠে দৌড়ে গিয়ে রেললাইনে ঝাঁপিয়ে পড়েন এবং সাবরুম থেকে আগরতলা গামী রেলের নিচে সকাল আটটা নাগাদ তিনি কাটা পড়েন।বর্তমানে পুলিশ মৃতদেহ কে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন ময়না তদন্তের জন্য।
থাইবোং সংলগ্ন রেললাইনের উপর আত্মহত্যা করা মহিলার দেহ নিয়ে আসা হয় সাব্রুম হাসপাতালে ময়না তদন্তের জন্য
by admin
written by admin
119