নতুন বছরের প্রথম দিনেই জম্মুর রাজৌরি সেক্টরে জঙ্গি হামলায় মারা গিয়েছিলেন ৬ জন। সন্ত্রাসদমন অভিযানে গতি আনতে পুঞ্চ এবং রাজৌরি সেক্টরে ১,৮০০ জনের একটি সিআরপিএফের দল পাঠানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল সরকার। শুক্রবার জঙ্গি হামলা হয়েছিল যে জায়গায়, সেখানে পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কথা বলবেন জঙ্গি হামলায় মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে। এখনও পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর যে সফরসূচি নির্ধারিত হয়েছে, তাতে জানা যাচ্ছে, শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটে বিমানে দিল্লি থেকে জম্মুতে পৌঁছবেন শাহ। তার পর তিনি হেলিকপ্টারে সকাল সাড়ে ১১টায় রাজৌরি পৌঁছবেন। রাজৌরিতে কিছু সময় থেকে দুপুর দেড়টা নাগাদ আবার জম্মুতে ফিরে আসবেন তিনি। সেখানে এসে তিনি রাজভবনে স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন শাহ। বিকেল ৪টে নাগাদ জম্মু থেকে তাঁর দিল্লিতে ফেরার কথা।
106