Home » করোনা সংক্রমণে মৃত্যুর আসল সংখ্যা আড়াল করছে চিন, অভিযোগ তোলা হল হু-র নয়া রিপোর্টে

করোনা সংক্রমণে মৃত্যুর আসল সংখ্যা আড়াল করছে চিন, অভিযোগ তোলা হল হু-র নয়া রিপোর্টে

by admin

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস তিন সপ্তাহ আগেই আশঙ্কার কথা জানিয়েছিলেন। এ বার তাঁর সংস্থার রিপোর্টেও একই অভিযোগ তোলা হল— করোনাভাইরাস সংক্রমণ নিয়ে আসল তথ্য প্রকাশ করছে না চিন! পাশাপাশি, হু-এর ওই রিপোর্টে কোভিড-১৯ সংক্রান্ত সঠিক তথ্য প্রকাশের জন্য আমেরিকার প্রশংসা করা হয়েছে।ডিসেম্বরের গোড়ায় করোনাভাইরাসের নতুন উপরূপ ওমিক্রন বিএফ.৭-এর কারণে চিন জুড়ে শুরু হয় নয়া সংক্রমণ-পর্ব। সে সময় হু প্রধান টেড্রস বেজিংয়ের কাছে কোভিড সংক্রান্ত কোনও তথ্য গোপন না রাখার আবেদন জানিয়েছিলেন। চিনে কোভিড সংক্রমণের উৎস সম্পর্কে অনেক তথ্যই এখনও পর্যন্ত সামনে আসেনি বলেও জানান টেড্রস।

You may also like

Leave a Comment