Home » এয়ার ইন্ডিয়ার মহিলা যাত্রীর গায়ে মূত্রত্যাগে অভিযুক্ত শঙ্করের জামিন নাকচ করল আদালত

এয়ার ইন্ডিয়ার মহিলা যাত্রীর গায়ে মূত্রত্যাগে অভিযুক্ত শঙ্করের জামিন নাকচ করল আদালত

by admin

এয়ার ইন্ডিয়ার উড়ানে এক বয়স্ক মহিলা যাত্রীর গায়ে মূত্রত্যাগে অভিযুক্ত শঙ্কর মিশ্রর জামিনের আবেদন নাকচ করল দিল্লির পটীয়ালা হাউস কোর্ট।

বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোমল গর্গের এজলাসে শঙ্করের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী মনু শর্মা। তাঁর দাবি, ‘‘যৌনইচ্ছায় প্যান্টের চেন খোলেননি আমার মক্কেল। বরং মত্ত হয়ে পড়েছিলেন।’’ শঙ্করের আইনজীবীব আরও দাবি, অভিযোগকারিণীর শালীনতা নষ্ট করাও শঙ্করের উদ্দেশ্য ছিল না। তাঁর মক্কেল স্বেচ্ছায় পুলিশি তদন্তে সব রকমের সহযোগিতা করছেন বলেও দাবি করেছেন আইনজীবী।

বুধবার আদালতে শঙ্করের জামিনের আবেদনের বিরোধিতা করে দিল্লি পুলিশ। তাদের দাবি, এই মামলার তদন্তে প্রাথমিক স্তরে রয়েছে। ফলে এই মুহূর্তে শঙ্করকে জামিন দেওয়া হলে অভিযোগকারিণীকে প্রভাবিত করতে পারেন তিনি। দিল্লি পুলিশের আইনজীবী আদালতে জানিয়েছেন, তদন্তে এখনও পর্যন্ত ১৬৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। শীঘ্রই আরও কয়েক জনের বয়ান নেওয়া হবে। দু’পক্ষের বক্তব্য শোনার পর শঙ্করের জামিনের বিষয়ে নির্দেশ স্থগিত রেখেছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। পরে তিনি সেই আবেদন খারিজ করেন।

You may also like

Leave a Comment