প্রতিনিধি, গন্ডাছড়া ২৮ ডিসেম্বর:- বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে সমগ্র শিক্ষা প্রকল্পে বুধবার ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এদিন সরমা কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যা ভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সকালের বিভাগের প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাগগুলো তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ডুম্বুরনগর ব্লক বিদ্যালয় পরিদর্শক তৈসা মগ, কবি গুরু স্কুলের এসএমসি চেয়ারম্যান অতীশ চন্দ্র দাস, সমাজসেবী সতী চাকমা প্রমুখরা। সেখানে বিদ্যালয় পরিদর্শক তৈসা মগ জানান শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ দেওয়া হচ্ছে। আগামী দিনে যাতে শিক্ষা দপ্তর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ দেওয়া হয় এই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে তিনি জানান। বিদ্যালয় পরিদর্শক আরো জানান গন্ডাছড়া মহকুমার অধিন ডুম্বুর নগর ব্লক এবং রইস্যাবাড়ি ব্লক ২টির বিদ্যালয় পরিদর্শক রয়েছে। তিনি জানান গতদিনে জগবন্ধু পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, দূর্বাজয় চৌধুরী পাড়া হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যেও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এছাড়া রইস্যাবাড়ি ব্লক বিদ্যালয়ে পরিদর্শকের অধীনেও বিভিন্ন স্কুলে ব্যাগ দেওয়া শুরু হয়েছে। তিনি আরো জানান সরকারের একের পর এক এই ধরনের উদ্যোগের ফলে ছাত্রছাত্রীরা ভিশন উপকৃত হচ্ছে। এর জন্য তিনি রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানান।
123