প্রতিনিধি, বিশালগড়, ২১ ডিসেম্বর।। সিপাহীজলা জেলা তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং জেলা পরিষদের উদ্যোগে
সিপাহজলা জেলার তপশিলি জাতিভুক্ত কৃতি ছাত্র-ছাত্রীদের আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া ছাত্রীদের বাইসাইকেল এবং তপশিলি জাতি সম্প্রদায়ের ব্যবসায়ীদের মধ্যে ওজন পরিমাপ যন্ত্র বিতরণ করা হয়। বুধবার বিশ্রামগঞ্জ স্থিত সুর সম্রাট শচীন দেববর্মন কলা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহকারী সভাধিপতি পিন্টু আইচ, জেলা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা হৈমন্তিকা রায় বর্মন প্রমুখ । স্বাগত ভাষণে দপ্তরের অধিকর্তা হৈমন্তিকা রায় বর্মন বলেন প্রতিবছর কৃতি ডঃ বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয় । এ বছর সিপাহীজলা জেলায় তফসিলি জাতি সম্প্রদায়ের ৩৫১ জন ছাত্রছাত্রীকে মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরমধ্যে ২০৩ জন এবং ছাত্র রয়েছে ১৪৮ জন। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হয়।এতে খরচ হয়েছে তিন লক্ষ বারো হাজার একশো টাকা। এদিন ৬২ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়। ৩১১ জন তপশিলি ব্যবসায়ীদের মধ্যে ওজন পরিমাপ যন্ত্র বিতরণ করা হয়। বিধায়ক সুভাষ চন্দ্র দাস বলেন ছাত্র ছাত্রীদের গুনগত শিক্ষায় শিক্ষিত করতে সরকার যাবতীয় উদ্যোগ নিয়েছে। এই মেরিট অ্যাওয়ার্ড ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন একসময় শুধু বিপিএল পরিবারের ছাত্রীদের বাইসাইকেল প্রদান করা হতো। কিন্তু বর্তমান সরকার নবম শ্রেণির সকল ছাত্রীদের বাইসাইকেল প্রদানের ব্যবস্থা করেছে। এছাড়া তপশিলি ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে ওজন পরিমাপ যন্ত্র বিশেষ উপকারে লাগবে। আমরা চাই সকলের রোজগার বৃদ্ধি করতে।
বিশ্রামগঞ্জে শিক্ষার্থীদের আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড প্রদান
121