102
প্রতিনিধি কৈলাসহর:-এন ইউ এল এম প্রকল্পের অর্থায়নে এবং কৈলাসহর পুর পরিষদের ব্যাবস্থাপনায় যুবকদের স্ব-নির্ভর করতে রাধামাধব এন্টারপ্রাইজের মাধ্যমে ৪টি ই-রিক্সা আজ তোলে দেওয়া হয়েছে।পুর পরিষদের ১,২,১২ এবং ৪ নং ওয়ার্ডের চারজন সুবিধাভোগীদের হাতে এই ই-রিক্সা গুলো তুলে দিয়েছেন কাউন্সিলর জয়দীপ দাস,মামলী ধর এবং কাকলী মালাকার সহ অন্যান্যরা।এই এন ইউ এল এম প্রকল্পের মাধ্যমে লোন দেওয়া হচ্ছে বেকারদের যা দিয়ে সহজ কিস্তিতে ই-রিক্সা ক্রয় করার সুযোগ পাচ্ছেন এবং স্বাবলম্বী হতে পারছেন।আগামীদিনে পুর পরিষদের মাধ্যমে আরও অনেকগুলো ই-রিক্সা দেওয়া হবে বলে জানা গেছে।