Home » লিঙ্গভিত্তিক সহিংসতার অবসানে মহিলাদের পদযাত্রা

লিঙ্গভিত্তিক সহিংসতার অবসানে মহিলাদের পদযাত্রা

by admin

প্রতিনিধি,বিশালগড়, ২১ ডিসেম্বর ।। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের অধীন উন্নয়নের পথে এস এইচ জি ভিলেজ ফেডারেশনের উদ্যোগে লিঙ্গভিত্তিক সহিংসতার অবসান বার্তা নিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়। বুধবার চড়িলাম মিনি স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে । সইবো না আর, বলবো এবার স্লোগান দিয়ে মহিলারা লিঙ্গ ভিত্তিক সংহিসতার অবসানের বার্তা দিয়েছেন। সমাজের সার্বিক কল্যাণে নারী পুরুষ সকলের সমান অংশীদারিত্ব প্রয়োজন। অধিকাংশ মহিলা সমাজের সর্বক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছে। তারা রোজগার করছে। সমাজ গঠন এবং রাষ্ট্র নির্মাণে কাজ করছে। কিন্তু আজও সমাজের একাংশ মহিলা স্বাধীন ভাবে নিজের সুপ্ত প্রতিভার অন্বেষণ করতে পারছেনা। তাদের আবদ্ধ করা হয়েছে পর্দার আড়ালে। এই সংহিসতার অবসানে এবার পথে নেমেছে নারী শক্তি।

You may also like

Leave a Comment