Home » মাথার দাম ১০ লক্ষ টাকা, গয়া থেকে সেই মাওবাদী নেতাকে গ্রেফতার করল বিহার পুলিশ

মাথার দাম ১০ লক্ষ টাকা, গয়া থেকে সেই মাওবাদী নেতাকে গ্রেফতার করল বিহার পুলিশ

by admin

তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। সেই মাওবাদী নেতা এবং তার সহযোগীকে শনিবার বিহারের গয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে উদ্ধার হয়েছে কিছু অস্ত্রশস্ত্রও। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। এমনটাই জানা গিয়েছে বিহার পুলিশ সূত্রে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই মাওবাদী নেতার নাম অভিজিৎ ওরফে বনোয়ারি। তাঁর সহযোগীর নাম কুন্দন। বনোয়ারি মাওবাদীদের সেন্ট্রাল জোনের জোনাল কমান্ডার। তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে একটি একে-৫৬ রাইফেল, প্রায় একশোটি কার্তুজ এবং আরও কিছু জিনিসপত্র। গয়ার এসএসপি হরপ্রীত কউর জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গয়ার নান্দাই থানার পুলিশ ওই দুই মাওবাদী নেতাকে গ্রেফতার করেছে। এর মধ্যে বনোয়ারির মাথার দাম ১০ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

You may also like

Leave a Comment