প্রতিনিধি, উদয়পুর :-
বাজার করতে এসে হঠাৎ জাতীয় সড়কের লুটিয়ে পড়ে এক বৃদ্ধ । ঘটনা বুধবার সন্ধ্যা রাতে উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ড এলাকায় । জানা যায় , দক্ষিণ ত্রিপুরার বাইখোরা এলাকার বাসিন্দা সুনীল বিশ্বাস নিজ মেয়ের বাড়ি রাজারবাগে আসে বেড়ানোর জন্য । পড়ন্ত বিকেলে সন্ধ্যা রাতে মেয়ের বাড়ি থেকে বের হয়ে বাজারে একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছিল। আর তাতেই ঘটে বড় ধরনের বিপত্তি । জানা যায় অল্পের জন্য জাতীয় সড়কের পাশ দিয়ে যাওয়া গাড়ির নিচে চাপা পড়ে যাননি তিনি । যদি জাতীয় সড়কে উপরে পড়ে যেতেন তাহলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারতো সুনীলের । এই ঘটনায় রাজারবাগ এলাকায় আশপাশের দোকান মালিকরা এই ঘটনা দেখতে পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় । এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উদয়পুর টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য । বর্তমানে সুনীল বিশ্বাসের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে । গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় রাজারবাগ এলাকায়
জাতীয় সড়কে পড়ে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলো এক বৃদ্ধ
106