সংবাদ প্রতিনিধি বিশালগড়:-
অপরাধ একটাই CPI(M) আর করবিনি….. রাজ্যে সিপিএম করার অপরাধে 2018 বিধানসভা নির্বাচনের পর CPI(M) কর্মীদের বাড়িঘর দেখে প্রতিনিয়ত রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছেন বহু CPI(M) কর্মী সমর্থকরা আজও রাজ্য ছাড়া এভাবে যদি এ রাজ্যের গণতন্ত্র নষ্ট করে দেয় তাহলে আগামী দিনে বর্তমানে রাজ্যে থাকা শাসক দলের প্রতি সাধারণ জনগণের মনোবৃত্তি পরিবর্তন হতে বিন্দুমাত্র সময় নেবে না। হরিপদ শর্মা আর CPI(M) করবিনি…… উত্তর একটাই ছিল মরার আগ পর্যন্ত ইনক্লাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ এই স্লোগানটিকে পাতে করে সামনের দিকে এগিয়ে চলার পথে হঠাৎ কুনজর পড়ে বর্তমান শাসক দলের নামধারী কিছু দুষ্কৃতিকারীদের। ২০১৮ বিধানসভা নির্বাচনের পর বহুবার অগ্নিকাণ্ডের শিকার হতে হয়েছে দুষ্কৃতিকারীদের দ্বারা জাঙ্গালিয়া হরিপদ শর্মা বাড়িঘর। কাল ও তার পুনরাবৃত্তি ঘটালো শাসকদলের নামধারী কিছু দুষ্কৃতিকারীরা জাঙ্গালিয়া সিপিএম কর্মী হরিপদ শর্মা বাড়ি ও উনার পোল্ট্রি ফার্মের মধ্যে পেট্রোল দিয়ে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীদের লাগানো আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে হরি পদ শর্মার বাড়ি লোকজন চিৎকার শুরু করতে থাকেন। সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী বাড়ি ঘরের লোকজন ছুটে আসে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার মতো কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছেন না খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে, বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে জোয়ানরা খবর পেয়ে ইঞ্জিন নিয়ে হাজির হয়ে জাঙ্গালিয়া হরিপদ শর্মার বাড়িতে দুটি ইঞ্জিন একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার অনেকটাই চেষ্টা করেন কিন্তু তার পূর্বেই হরিপদ শর্মার জীবনে কালো ছায়া নেমে যাই। আর করবিনি CPI(M) সে অপরাধে সোমবার গভীর রাতে ২৫ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে সিপিএম কর্মী হরিপদ শর্মার। হরিপদ শর্মা জানিয়েছেন বিগত ২০১৮ বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকেই দুষ্কৃতিকারীরা হরিপদ শর্মার বাড়িতে বহুবার আক্রমণ সংগঠিত করেছেন। উক্ত ঘটনা নিয়ে বিশালগড় থানায় মামলা দায়ের করা হলো আজ অব্দি কোন অভিযুক্তরা সাজা পায়নি। এদিকে রাজ্যের আইনের শাসন রয়েছে বলে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সাংবাদিকদের বারবার বলে থাকেন কিন্তু এভাবে প্রতিনিয়ত ও রাজ্যে CPI(M) করার অপরাধে কর্মীদের বাড়িঘর পুড়ে ছারখার করে দেয় তাহলে কোথায় রয়েছে রাজ্যের আইনের শাসন সেটা এখন লাখ টাকার প্রশ্ন?