প্রতিনিধি খোয়াই ১৩ ডিসেম্বর-জনজাতি যুবতিকে ধর্ষনের অভিযোগের ভিত্তিতে প্রাণেশ দেব্বর্মা(৩৬)নামক এক যুবকে ১৪দিনের জেল হাজতের নির্দেশ দিল খোয়াই জেলা দায়রা আদালত। বিবরনে জানা যায় গত রবিবার ১০ ডিসেম্বর কাল্যানপুর থানার অন্তর্গত কৃষ্ণপুর এলাকার এক জনজাতি যুবতিকে ঘরে ঢুকে ধর্ষনের অভিযোগ ওঠে অভিযুক্ত প্রাণেশ দেব্বর্মার বিরুদ্ধে। পরবর্তি সময় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে কল্যানপুর থানায় লিখিত অভিযোগ জানালে, কল্যানপুর থানার পুলিশ ৪৯/২২ ভারতীয় দন্ডবিধি ৪৫৭/৩৭৬/৩২৫ ধারায় মামলা গ্রহন করেন, এবং কল্যানপুর থানার পুলিশ মাঠে নেমে নির্দিস্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রাণেশ দেব্বর্মাকে গ্রেফতার করে কল্যানপুর থানার পুলিশ। মঙ্গলবার ১৩ ডিসেম্বর কল্যানপুর থানার পুলিশ অভিযুক্ত প্রাণেশ দেব্বর্মাকে, খোয়াই জেলা দায়রা আদালতে প্রেরন করেন। খোয়াই জেলা দায়রা আদালত সমস্ত সাক্ষ প্রমানের ভিত্তিতে অভিযুক্ত প্রাণেশ দেব্বর্মাকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। সংবাদ মাধ্যমের মোখমুখি একথা জানিয়েছেন সরকার পক্ষের আইনজিবি অভিজিত ভট্টাচার্জি।
জনজাতি যুবতিকে ধর্ষনের অভিযোগের ভিত্তিতে প্রাণেশ দেব্বর্মা(৩৬)নামক এক যুবকে ১৪দিনের জেল হাজত
by admin
written by admin
114