112
বোলেরো গাড়ি ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৫, ঘটনা মুংগিয়াকামি থানাধীন হাজরাপাড়া এলাকায় সোমবার! ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নিনিবাপক দপ্তরে! খবর পেয়ে অগ্নিনিবাপক দপ্তরের কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে! পড়ে এদিন সন্ধ্যা আনুমানিক প্রায় ছয়টা নাগাদ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করেন নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। জানা যায় আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এদিকে বর্তমানে আহতদের চিকিৎসা পরিষেবা চলছে মহকুমা হাসপাতালে।জানাগেছে সংঘর্ষ ঘটা দুটি গাড়ি একী বোলেরো পিকয়াপ যার নাম্বার TR0L1926 এবং ট্রিপার গাড়িটি ছিল নাম্বার বিহিন।