ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগরের থানা রোডের প্রজাপিতা ব্রহ্ম কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ধর্মনগর শাখায় রবিবার এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। হেলথ ক্যাম্পে নার্ভ ও স্টোক নিয়ে বিভিন্ন আলোচনা করা হয় এবং কিভাবে তারা সুস্থ থাকতে পারে তা নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার আবির লাল নাথ আলোচনা রাখেন। এই শিবিরে ৬৫ জন রোগীকে তাদের স্বাস্থ্যের অবস্থা পরীক্ষা করে বিনামূল্যে অসুদপত্র দেওয়া হয়। সোমবার একই জায়গায় ৭ দিনের সেলাই প্রশিক্ষণ শুরু হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা ম্যাজিস্ট্রেট অর্ঘ্য সাহা। সেলাই প্রশিক্ষক হিসেবে রয়েছেন শেফালী নাথ। প্রতিদিন এক ঘন্টা সবাইকে ধ্যান করিয়ে তারপর 18 ডিসেম্বর পর্যন্ত এই সেলাই প্রশিক্ষণ শিবির চলবে বলে জানিয়েছেন ধর্মনগরের প্রজাপিতা রম্য কুমারী ঈশ্বরী ও বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত বি এস মামনি।
প্রজাপিতা ব্রহ্ম কুমারী ঈশ্বরী ও বিশ্ববিদ্যালয় এর ধর্মনগর শাখায় স্বাস্থ্য শিবির ও সেলাই প্রশিক্ষণ অনুষ্ঠিত।
131
previous post