Home » খোয়াই জেলা সংশোধনাগারে মৃত্যু হল এক কয়েদির

খোয়াই জেলা সংশোধনাগারে মৃত্যু হল এক কয়েদির

by admin
রবিবার গভীর রাতে খোয়াই জেলা সংশোধনাগারে মৃত্যু হল এক কয়েদির। মৃতের নাম বাসুদেব তাঁতি। বয়স ৭৫। ঘটনার বিবরণী জানা যায় যে, মাসাধিক কাল পূর্বে- পূর্ব সোনাতলা গ্রাম পঞ্চায়েতে একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত হয় বাসুদেব তাঁতি। ঘটনার পর গ্রামবাসীরা অভিযুক্তকে পাকড়াও করে খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ মামলা নিয়ে অভিযুক্তকে জেল হাজতে পাঠায় । এতদিন অভিযুক্ত জেল হাজতে ছিল। সোমবার সকালে খোয়াই থানা থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধানের নিকট খবর যায় বিচারাধীন অবস্থায় জেলা সংশোধনাগারে বাসুদেব তাঁতী র মৃত্যু হয়েছে এবং তার মৃতদেহ খোয়াই জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে। খবর পেয়ে পঞ্চায়েত প্রধান সহ পরিবারের সদস্যরা খোয়াই জেলা হাসপাতালে ছুটে আসে। শেষে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এদিকে বিচারাধীন কয়েদির মৃত্যু রহস্য নিয়ে মুখ খুলছে না জেল কর্তৃপক্ষ। তবে মৃত ব্যক্তির পরিবার এবং পঞ্চায়েত প্রধান এই মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের অভিযোগ যদি তিনি অসুস্থ থাকতেন তাহলে পুলিশ কিংবা জেল কর্তৃপক্ষ কেন আগাম পরিবারের সদস্যদের জানালো না। যদিও খোয়াই থানার পুলিশ একটি অস্বাভাবিক নৃত্যের মামলা নিয়ে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব সোনাতলা গ্রাম পঞ্চায়েতে

You may also like

Leave a Comment