ত্রিপুরা খোয়াই জেলা সংশোধনাগারে মৃত্যু হল এক কয়েদির by admin December 12, 2022 written by admin December 12, 2022 104 রবিবার গভীর রাতে খোয়াই জেলা সংশোধনাগারে মৃত্যু হল এক কয়েদির। মৃতের নাম বাসুদেব তাঁতি। বয়স ৭৫। ঘটনার বিবরণী জানা যায় যে, মাসাধিক কাল পূর্বে- পূর্ব সোনাতলা গ্রাম পঞ্চায়েতে একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত হয় বাসুদেব তাঁতি। ঘটনার পর গ্রামবাসীরা অভিযুক্তকে পাকড়াও করে খোয়াই থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ মামলা নিয়ে অভিযুক্তকে জেল হাজতে পাঠায় । এতদিন অভিযুক্ত জেল হাজতে ছিল। সোমবার সকালে খোয়াই থানা থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধানের নিকট খবর যায় বিচারাধীন অবস্থায় জেলা সংশোধনাগারে বাসুদেব তাঁতী র মৃত্যু হয়েছে এবং তার মৃতদেহ খোয়াই জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে। খবর পেয়ে পঞ্চায়েত প্রধান সহ পরিবারের সদস্যরা খোয়াই জেলা হাসপাতালে ছুটে আসে। শেষে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এদিকে বিচারাধীন কয়েদির মৃত্যু রহস্য নিয়ে মুখ খুলছে না জেল কর্তৃপক্ষ। তবে মৃত ব্যক্তির পরিবার এবং পঞ্চায়েত প্রধান এই মৃত্যু নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের অভিযোগ যদি তিনি অসুস্থ থাকতেন তাহলে পুলিশ কিংবা জেল কর্তৃপক্ষ কেন আগাম পরিবারের সদস্যদের জানালো না। যদিও খোয়াই থানার পুলিশ একটি অস্বাভাবিক নৃত্যের মামলা নিয়ে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব সোনাতলা গ্রাম পঞ্চায়েতে 0 comment 0 FacebookTwitterPinterestEmail admin previous post বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কল্যাণপুরে শক্তি পরীক্ষায় BJP next post প্রজাপিতা ব্রহ্ম কুমারী ঈশ্বরী ও বিশ্ববিদ্যালয় এর ধর্মনগর শাখায় স্বাস্থ্য শিবির ও সেলাই প্রশিক্ষণ অনুষ্ঠিত। You may also like উদয়পুরে প্রতিমা বিসর্জনের দুইটি দশমীঘাট ঘুরে দেখলেন মহকুমা... October 9, 2024 বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার কাজ শুরু । এলাকা পরিদর্শন... October 9, 2024 রাজ্যের আইন শৃঙ্খলা বিনষ্টকারীরা পার পাবেনা : মুখ্যমন্ত্রী October 9, 2024 লেম্বুতলীতে আইন শিবির অনুষ্ঠিত October 9, 2024 লায়ন্স ক্লাবের ব্যাতিক্রমী হাট বাজার October 9, 2024 ছোট মাঝারি মৎস্য চাষীদের স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে... October 8, 2024 সাংবাদিকদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন বিধায়ক সুশান্ত October 8, 2024 মন্ত্রীর হাতধরে লতুয়া টিলা এলাকায় গ্রামীণ মানুষের স্বপ্নের... October 6, 2024 বিশ্রামগঞ্জ দ্বাদশ পেলো সর্বসুবিধা যুক্ত সুদৃশ্য পাকা ভবন October 6, 2024 তেলিয়ামুড়ায় বুলেট ক্লাবের সামাজিক কাজ অব্যাহত রয়েছে। October 4, 2024 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.