মোহনপুর:-গাঁজা বিরোধী অভিযানে নেমে ব্যাপক সংখ্যক গাঁজা গাছ ধ্বংস করলো সিধাই থানার পুলিশ। শনিবার ভোর রাতে চলে এই অভিযান। এ অভিযানে সিধাই থানাধীন সিধাই ও কাতলামারা গ্রামে পৃথক দুটি অভিযান চালায় পুলিশ। অভিজানে অংশ নেই পুলিশ টিএসআর এর পাশাপাশি সিআরপিএফ ও সীমান্তরক্ষী বাহিনী। মোহনপুর এসডিপি সব্যসাচী দেবনাথ এবং সিধাই থানার ওসি জয়ন্ত মালাকার নেতৃত্বে চলে এই অভিযান। এদিন অবৈধভাবে বিশাল অংশের জমিতে ব্যাপকভাবে গড়ে ওঠা গাঁজা বাগান কেটে নষ্ট করে দেয় অভিযানকারী দল। পুলিশের কাছে সম্পত্তি খবর আসে এই এলাকাগুলোতে অবৈধভাবে গাঁজা বাগান তৈরি করা হয়েছে। পুলিশ সমস্ত তথ্য সংগ্রহ করার পর শনিবার ভোররাতে আচমকা এই গাঁজা বাগান গুলোতে অভিযান চালায়। সিধাই থানার ওসি জয়ন্ত মালাকার জানান এই অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নি। তবে এই ধরনের অভিযান পুলিশ আগামী দিনে কঠোর হাতে জারি রাখবে বলেও জানালেন ওসি জয়ন্ত মালাকার।
108
previous post