এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুর বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত দারিকপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের দারোদগঠন পর্ব সম্পন্ন হল, দারুণঘাটন করলেন দেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড: রাজকুমার রঞ্জন সিং।
এ উপলক্ষে দারিকাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দারুদঘাটন শীর্ষক অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ২৭ কল্যাণপুর প্রমোদ নগর বিধানসভার বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ২৪ রামচন্দ্রঘাট বিধানসভার বিধায়ক প্রশান্ত দেববর্মা, খোয়াই জেলার জেলার সমাহর্তা ডি কে চাকমা, প্রাথমিক শিক্ষার যুগ্ম অধিকর্তা বিপুল দাস, জেলা শিক্ষা আধিকারিক মিহির দেবনাথ প্রমূখরা।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ রাখেন জেলা শিক্ষা আধিকারিক মিহির দেবনাথ। শ্রী দেবনাথ এই সময়ের মধ্যে গোটা জেলার শিক্ষা ব্যবস্থার ইতিবাচক উন্নতি হয়েছে বলে উল্লেখ করার পাশাপাশি গোটা জেলার শিক্ষা ব্যবস্থার বিভিন্ন চিত্র তথ্যভিত্তিক হারে পরিবেশন করেন। শ্রী দেবনাথ দাবি করেন ২০২১ ২২ অর্থবছরে সর্বশিক্ষা অভিযান প্রকল্পের বিশেষ ব্যবস্থাপনায় এক কোটি ২৬ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ ধরে এই কাজ শুরু হয়ে অতি অল্প সময়েই কাজটা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক আলোচনায় উল্লেখ করে বলেন এই দারুদ ঘাটনের মাধ্যমে গোটা এলাকার দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে । পাশাপাশি বিধায়ক শ্রীধর চৌধুরী দাবি করেন দীর্ঘ বাম জমানায় শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে এই এলাকার অতি প্রয়োজনীয় এই শিক্ষালয়টির মান উন্নয়ন করতে ভুলে গেছিলেন তদানীন্তন প্রশাসকেরা।
এই গোটা অনুষ্ঠানমালায় প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে আলোচনা করতে গিয়ে দেশের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডকটর রাজকুমার রঞ্জন সিংহ আজকের দিনটিকে গোটা খোয়াই জেলার জন্য ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। ডক্টর শিং দাবি করেন 2014 সাল থেকে দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন ভারত গড়ার জন্য দেশের সরকার শিক্ষা সহ সামগ্রিকভাবে উন্নয়নকে হাতিয়ার করে এগিয়ে চলেছে। দেশের প্রধানমন্ত্রী দিন দাড়ি কাপড়ে দাঁড়িয়ে দাবি করেন যেভাবে নরেন্দ্র মোদি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন তার উপর ভিত্তি করে এটুকু আশা করা যায় 2047 সাল আসতে আসতে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আসনে আসীন হবে।
এছাড়াও রামচন্দ্র ঘাট কেন্দ্রের বিধায়ক প্রশান্ত দেববর্মা দাবি করেন এই সময়ের মধ্যে দাড়ি কাপড়সহ গোটা রামচন্দ্র ঘাট এলাকায় বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে ব্যাপক কাজ করেছেন।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণপুর আর ডি ব্লকের চেয়ারম্যান সোমেন গোপ।
একেবারে অনুষ্ঠানের শুরুতে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা যেমন সম্মিলিতভাবে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, ঠিক তেমনি শেষ লগ্নে ফিতা কেটে নবনির্মিত ভবনের দারুণঘাটন পর্ব সম্পন্ন করে নতুন ভবনের সবগুলো শ্রেণীকক্ষ ঘুরে ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রীসহ অন্যান্যরা।
দারিকপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের দারোদগঠন
108
previous post