Home » রাজ্যে ৫২ টি নতুন ৩৩ কেভি সাবস্টেশন হয়েছে, উপমুখ্যমন্ত্রী

রাজ্যে ৫২ টি নতুন ৩৩ কেভি সাবস্টেশন হয়েছে, উপমুখ্যমন্ত্রী

by admin

প্রতিনিধি, বিশালগড় , ৫ ডিসেম্বর।। বিদ্যুৎ পরিষেবা নিরবচ্ছিন্ন ভাবে মানুষের কাছে পৌঁছে দিতে যাবতীয় উদ্যোগ নিয়েছে সরকার। এর জন্য ৫২ টি নতুন সাব স্টেশন নির্মাণ করা হয়েছে। সোমবার বিকালে বিশালগড় জাঙ্গালিয়ায় ৪৪ তম ৩৩ কেভি বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী যীষ্ণু দেববর্মন। এই সাব স্টেশন নির্মাণে খরচ হয়েছে চার কোটি টাকা। উপমুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, দপ্তরের সচিব ব্রিজেস পান্ডে, ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার, চরিলাম পঞ্চায়েত সমিতি চেয়ারপার্সন রাখি দাস কর প্রমুখ । নবনির্মিত সাবস্টেশনের ফলক উন্মোচন করে প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন বলেন এই সাবস্টেশন ১৮ হাজার পরিবারকে পরিষেবা প্রদান করবে। এটি রাজ্যের ৪৪ তম সাবস্টেশন। আগামী ৮ ডিসেম্বর আরো ৮ টি নতুন সাব স্টেশনে উদ্বোধন হবে। সবচেয়ে ঐতিহাসিক ঘটনা হলো গন্ডাছড়া থেকে আমবাসা লাইন সম্প্রসারণ। এই কাজ সমাপ্ত হয়েছে। আগামী ৮ ডিসেম্বর উদ্বোধন করবেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী। এটি রাজ্যের জন্য ঐতিহাসিক। কারণ বিগত সরকার ১৩ বছরে এই কাজ করতে পারেনি। বারবার টাকা ফেরত দিয়েছে। বিজেপি সরকার মাত্র চার বছরে আমবাসা গন্ডাছড়া বিদ্যুৎ লাইন সম্প্রসারণের কাজ সম্পন্ন করেছে। প্রত্যন্ত গন্ডাছড়ার পাহাড় পর্বত ডিঙিয়ে লাইন সম্প্রসারণের কাজ সম্পন্ন করা হয়েছে । বিদ্যুৎ পরিষেবা নিয়ে অভিযোগ উঠে। পত্রপত্রিকায় লেখালেখি হয়। এই সমস্যা আর থাকবে না। কারণ মান্দাতা আমলের যন্ত্রপাতি পরিবর্তন করা হচ্ছে। মানুষের কাছে নিরবচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেয়ার জন্য যা যা দরকার করা হচ্ছে । তিনি বলেন বিদ্যুৎ সকলের বাড়িতে পৌঁছে গিয়েছে। বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দিয়েছে সরকার।

You may also like

Leave a Comment