প্রতিনিধি কৈলাসহর:- কৈলাসহর মন্ডল সভাপতি হিসেবে নিযুক্তির পর ২রা ডিসেম্বর শুক্রবার মন্ডল সভাপতির নেতৃত্বে পাঁচজনের এক প্রতিনিধি দল কৈলাসহর মহকুমায় বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিকদের সাথে মত বিনিময়ে মিলিত হয়েছেন। মন্ডল সভাপতি সিদ্ধারত দত্ত ছাড়াও পাঁচজনের এই প্রতিনিধি দলে ছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা বিধান দাস,মন্ডল সহ-সভাপতি প্রশান্ত দে,বিজেপি সংখ্যালঘু মোর্চা প্রদেশ সহ-সভানেত্রী বিলকিস জাহান এবং কৈলাসহর মন্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত মিত্র।সাই কম্পিউটার লিমিটেডের কৈলাসহরের প্রজেক্ট ম্যানেজার গৌতম ঘোষের সাথে প্রায় দেড় ঘন্টা মত বিনিময় শেষে বিজেপি কৈলাসহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দও জানান যে,প্রায় তিন বছর ধরে সাই কম্পিউটার সংস্থাটি কৈলাসহর মহকুমায় নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ পরিষেবা দিয়ে যাচ্ছে।মত বিনিময় সভায় মূলত কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অধীনে বিভিন্ন এলাকায় আগামী দিনে বিদ্যুৎের উন্নতির জন্য সংস্থার পক্ষ থেকে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে সেই বিষয় গুলো সম্বন্ধে প্রতিনিধি দলকে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।সংস্থার পক্ষ থেকে নেওয়া পরিকল্পনা গুলো শোনে দলের পক্ষ থেকে মন্ডল সভাপতি সাধুবাদ জানান সাই কর্তৃপক্ষকে এবং মানুষের কল্যাণে গৃহীত পরিকল্পনা গুলো বাস্তবায়নের জন্য দলের পক্ষ থেকে একশো ভাগ সাহায্য করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে বলে মন্ডল সভাপতি জানিয়েছেন। তাছাড়া,বিদ্যুৎ পরিষেবার পাশাপাশি কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পানীয়জল সরবরাহের জন্য পাম্প মেশিন চালাতে বিদ্যুৎের প্রয়োজন হয়।সেক্ষেত্রে বিদ্যুৎ পরিষেবা খুব দ্রুত দেওয়ার জন্য দলের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে বলেও মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত জানান।বিদ্যুৎ পরিষেবার পাশাপাশি আগামী দিনে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য মন্ডল সভাপতির নেতৃত্বে বিজেপি কৈলাসহর মন্ডলের ৫জনের প্রতিনিধি দল এভাবে মত বিনিময় করায় বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিক গৌতম ঘোষের পাশাপাশি শহরের সচেতন নাগরিকরা এমন উদ্যোগকে সাধুবাদ জানান।এখানে উল্লেখ্য যে, পূর্বতন সরকারের সময়কালে কৈলাসহরের বিদ্যুৎ পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছিল।যেখানে গ্রাহকরা ন্যূনতম পরিষেবা টুকু পেতে হলে তাদের অনেক কষ্ট পোহাতে হয়েছে।সে সময় এক দুইটি গাড়ি দিয়ে গোটা মহকুমার বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হতো।বর্তমানে উত্তরপ্রদেশের এই বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা যাদের প্রায় ১৫টির মতো গাড়ি রয়েছে এই পরিষেবা নিরবিচ্ছিন্নভাবে প্রদান করার জন্য।তৎসঙ্গে গ্রাহকরা পরিষেবার মধ্য দিয়ে স্বাচ্ছন্দ বোধ করছেন বলে অনেক গ্রাহকরাই জানিয়েছেন।
114