144
গায়ক সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala Murder Case) খুনে মূলচক্রী গ্যাংস্টার গোল্ডি ব্রারকে আটক করা হল। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আটক করা হয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর। তবে এখনও পর্যন্ত ক্যালিফোর্নিয়া সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর, ভারতীয় গোয়েন্দা সংস্থা, দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং পাঞ্জাব পুলিশের কাছে গোল্ডিকে আটক করার বিষয়ে খবর পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সূত্রের তরফে ভারতের গোয়েন্দা সংস্থাকে গোল্ডিকে আটক করার বিষয়ে জানানো হয়েছে। শীঘ্রই ধৃতকে ভারতে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে।