Home » ফের চার বাংলাদেশী আটক কৈলাসহরে

ফের চার বাংলাদেশী আটক কৈলাসহরে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-২৪ ঘন্টার ব্যবধানে আবারও অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা চারজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।ঘটনা কৈলাসহর ইরানী থানা এলাকায়।এই মামলার তদন্তকারী অফিসার তথা ইরানি থানার পুলিশ অফিসার আবুল আওয়াল জানান যে, গত ২৯শে নভেম্বর মঙ্গলবার গভীর রাতে ইরানি থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পাড় হয়ে ভারতে প্রবেশ করে প্রায় এক কিলোমিটার আসার পর টহলরত বি.এস.এফের নজরে আসা মাত্রই চারজন বাংলাদেশী নাগরিককে আটক করে স্থানীয় বি.এস.এফ ক্যাম্পে নিয়ে যায়।বি.এস.এফ ক্যাম্পে নিয়ে যাবার পর জিজ্ঞাসাবাদ করে ৩০শে নভেম্বর বুধবার সকালে বি.এস.এফ ইরানি থানার হাতে তোলে দেয়। ইরানি থানার পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে,অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা চারজন বাংলাদেশের নাগরিকরা হলেন মোঃ ফারুক হোসেন,মোঃ রিয়াদ হোসেন, আছমা বেগম এবং সাহিনা বেগম।চারজনের বাড়ি বাংলাদেশের ঢাকা সহ অন্যান্য জায়গায় তাদের বাড়ি।তাদের কাছে ভারতীয় তিন হাজার টাকা, বাংলাদেশের সাতশো পঞ্চাশ টাকা,দুটো ভুয়ো আধার কার্ড, একটা ভুয়ো ভোটার কার্ড এবং পাঁচটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ।তদন্তকারী পুলিশ অফিসার আবুল আওয়াল আরও জানান যে, বাংলাদেশী নাগরিকরা পুলিশকে জানিয়েছে উনারা ভারতের তামিলনাড়ুতে কাজে যোগ দেবার জন্য এসেছেন এবং মৌলভীবাজার জেলার আলাল নামে এক দালালের মাধ্যমে এসেছে।উক্ত দালাল আলালই উনাদের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পাড় করে লাটিয়াপুড়া গ্রামে ঢুকিয়েছেন।বাংলাদেশের দালাল আলালের সাথে কৈলাসহরের কেউ জড়িত আছে কিনা সেটা পুলিশ তদন্ত করছে বলেও জানান।তবে,বিগত এক সপ্তাহের মধ্যে তিন দফায় অবৈধভাবে আসা মোট ১২জন বাংলাদেশী নাগরিক আটক হওয়ায় গোটা কৈলাসহর মহকুমায় তীব্র আতংক বিরাজ করছে।

You may also like

Leave a Comment