প্রতিনিধি, বিশালগড়, ২ ডিসেম্বর।। চড়িলাম ব্লকের বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম দিবস উদযাপন করা হয়। প্রতি ঘরে সুশাসন কর্মসূচির অঙ্গ হিসাবে চড়িলামের প্রতি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম দিবস। শুক্রবার বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন।এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, চড়িলাম পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা শর্মা, গ্রাম প্রধান সুধাংশু দাস বৈষ্ণব,অতিরিক্ত বিডিও অমিতাভ ভট্টাচার্য ।অনুষ্ঠানে এলাকার ৪৫ জন নাগরিককে সংবর্ধনা জ্ঞাপন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পোষন কর্মসূচির অঙ্গ হিসাবে গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার প্রদান করা হয়। বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন বলেন বিশ্রামগঞ্জের সঙ্গে রাজন্য ইতিহাস জড়িত রয়েছে। মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্য বিশ্রামগঞ্জে বিশ্রাম নিতেন। বিশ্রামগঞ্জ আজ সেজে উঠছে। শহরের রূপ পেয়েছে। তিনি বলেন অভিভাবকদের পরামর্শ নিয়ে আমার কাজ করি। তাদের আশীর্বাদ নেওয়ার জন্য এই সংবর্ধনা। বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বিশ্রামগঞ্জে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। উন্নতি হচ্ছে। কিন্তু উন্নয়ন সহ্য হচ্ছে না অনেকের। তাই উষ্কানী দিয়ে অশান্তি সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। যারা পঁচিশ বছর ভাষণ বাজী করেছে তারা দিশেহারা হয়ে গিয়েছে। বিজেপি ভাষণে বিশ্বাস করে না। উন্নয়ন একমাত্র বিজেপির মূল মন্ত্র।
116