তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
আগামী ২০২৩ সালে রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে । এজন্য রাজ্য প্রশাসন ও নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগাম ভাবে কাজকর্ম করে যাচ্ছেন। আগামী বিধানসভা নির্বাচন কে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমা আরক্ষা প্রশাসন ও সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত করে বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানা চত্বরে । এ বৈঠকে মহকুমা প্রশাসনের পক্ষে ছিলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা, তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তী । এছাড়াও এই বৈঠকে বিজেপি , সিপিআইএম , তিপ্রা মথা সহ সবকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন । এই বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বদের বক্তব্য শুনেন মহকুমা পুলিশ আধিকারিক। পরে মহকুমা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখা হয় । অবশেষে এই সর্বদলীয় বৈঠকের পরে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,,, আগামী ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত করা হয় । বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের মতামত ও নেওয়া হয় । তবে আগামী বিধানসভা নির্বাচনে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে যাতে কোন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য এমন বৈঠক।
তেলিয়ামুড়া মহকুমা আরক্ষা প্রশাসন ও সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত করে বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানা চত্বরে
112