
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ
বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল একটি জনবহুল এলাকা । ঘটনা তেলিয়ামুড়া পৌর পরিষদের ৭ নং ওয়ার্ডে অর্থাৎ শান্তিনগর এলাকায় । ঘটনার বিবরনে জানা যায়,,, বৃহস্পতিবার দুপুরে শান্তিনগর এলাকার বাসিন্দা নারায়ণ সাহার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। জানা যায় এদিন বাড়ির নারায়ণ সাহার পরিবারের এক শিশু গ্যাসের চুল্লি জ্বালাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের রেগুলেটারে আচমকা ভাবে আগুন লেগে যায় । মুহূর্তের মধ্যে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন, শুরু হয় চিৎকার চেঁচামেচি । খবর দেওয়া হয় দমকল কর্মীদের । পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে যায় । এদিকে দমকল কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকা বাসীরা জোর চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ অগ্নিকাণ্ডে গৃহস্বামীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তের শিকার। তবে বড়সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল এই শান্তিনগর জনবহুল গ্রামটি ।