গতকাল গভীর রাতে বাংলাদেশে পাচারের পথে এলাকাবাসী আটক করলো দুটি গরু সহ দুই পাচারকারীকে । ঘটনা ধর্মনগর মহকুমার দেওয়ানপাশা এলাকায়। জানা যায় মঙ্গলবার রাত আনুমানিক দুইটা নাগাদ ১০-১২ জনের পাচারকারী দল বেশ কিছু গরু নিয়ে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সীমান্তবর্তী এলাকা দেওয়ানপাশা আচার্জি পাড়ায় পৌছলে জনগণ বিষয়টি আচ করতে পেরে তারা পাচারকারীদের ধাওয়া করে। অবশেষে পাচারকারীরা গরুগুলি নিয়ে বাংলাদেশে পাচার করতে সক্ষম হলেও দুটি গরু সমেত দুই পাচারকারীকে আটক করে ফেলে এলাকাবাসী। পাচারকারীদের বে ধরক পেটায় এলাকাবাসী ।এরপর ঘটনাস্থলে যায় ধর্মনগর থানার পুলিশ। এলাকাবাসী দুটি গরু সহ দুই পাচারকারীকে পুলিশের হাতে তুলে দেয়। এখন দেখার বিষয় পাচারকারীদের বিরুদ্ধে কি ভূমিকা নেয় পুলিশ। এলাকাবাসীর অভিযোগ মাঝে মধ্যে দুই একটি ক্ষেত্রে বিএসএফ ইতিবাচক ভূমিকা নিলেও বেশিরভাগ ক্ষেত্রেই পাচারকারীদের সাথে বিএসএফের গোপন বোঝাপড়া রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ ।পাচারকারীদের দৈনন্দিন পাচারের ফলে সীমান্ত বলি বর্তী এলাকার এলাকাবাসী অতিষ্ঠ হয়ে বাধ্য হয় পাচারকারীদের আটক করতে।
171