Home » ভারতে ‘ডিজিটাল রুপি’র লেনদেন শুরু হতে চলেছে

ভারতে ‘ডিজিটাল রুপি’র লেনদেন শুরু হতে চলেছে

by admin

ভারতে ‘ডিজিটাল রুপি’র লেনদেন শুরু হতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) আগামী ১ ডিসেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে এই প্রকল্প চালু করে দিচ্ছে। তবে সব জায়গায় এই ডিজিটাল মুদ্রা লেনদেনের সুযোগ এখনই মিলবে না। আপাতত পরীক্ষামূলক ভাবে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং ভুবনেশ্বরে এই পরিষেবা শুরু করছে আরবিআই।কাগজের নোট এবং কয়েনের বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে আরবিআইয়ের ডিজিটাল রুপি। তা পাওয়া যাবে ব্যাঙ্ক থেকে। ডিজিটাল ওয়ালেটে তা জমিয়ে রাখা যাবে। কোনও দোকান বা অন্য কোথাও ডিজিটাল রুপি ব্যবহারের জন্য থাকবে একটি করে স্ক্যান কোড বা কিউআর কোড। মোবাইলের সাহায্যে তা স্ক্যান করে মেটানো যাবে যাবতীয় খরচ। কাগজি নোট বা কয়েনের মতোই ডিজিটাল রুপিও যে হেতু আরবিআই বাজারে আনছে, ফলে সাধারণ টাকার মতোই এরও বিশ্বাসযোগ্যতা।

You may also like

Leave a Comment