Home » মুখ্যমন্ত্রী ৬৮৬ জন বেকারের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগ পত্র

মুখ্যমন্ত্রী ৬৮৬ জন বেকারের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগ পত্র

by admin

আগরতলা প্রতিনিধি :-

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে পালা বদলের পর বিজেপি আইপিএফটি জোট সরকার রাজ্যের বেকারদের কর্মসংস্থানের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে । ইতিমধ্যেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বেকারদের জন্য খুলে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকারের কর্মসংস্থান । গত সাড়ে চার বছরে রাজ্যে বহুমুখী উন্নয়নের ফলে রাজ্যের বেকারদের মধ্যে আশার আলো পড়তে শুরু করেছিল । এর মধ্যেই বর্তমান জোট সরকার চাকরি দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে । আর তাতে করে খুশির বাতাবরণ গোটা বেকার মহলে । সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলার রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হয়ে গেল রোজগার মেলা। সেই রোজগার মেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ; মানিক সাহা ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ভগবান চন্দ্র দাস, সান্তনা চাকমা, রাজ্যের মুখ্যসচিব সহ রাজ্য পুলিশের মহানির্দেশক। এদিন এই মেলায় মোট ৬৮৬ জন বেকারের হাতে তুলে দেওয়া হয় নিয়োগ পত্র। এদিনের রোজগার মেলার মূল আকর্ষন ছিল মুখ্যমন্ত্রীর দিকে। ভিড়ে ঠাসা হল ঘরে সকলের চোখ ছিল মুখ্যমন্ত্রীর দিকে। মেলার প্রধান অতিথি হিসাবে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে সোজা সাপ্টা বলেন, সরকারী চাকুরী দিয়ে বেকার সমস্যার সমাধান করা সম্ভব নয়। স্বরোজগা্রী হওয়ার চেষ্টা করতে হবে। এই চেষ্টার সঙ্গে শরিক থাকছে রাজ্যের বর্তমান সরকার। বিভিন্ন ক্ষেত্রে এই সরকার বেকারদের স্ব রোজগারে অনুপ্রানিত করতে আন্তরিক প্রয়াস জারি রেখেছে।

You may also like

Leave a Comment