Home » বিজেপির প্রার্থী তালিকাতেই ঠাঁই পেয়েছে ফৌজদারি মামলায় অভিযুক্ত একাধিক নেতার নাম

বিজেপির প্রার্থী তালিকাতেই ঠাঁই পেয়েছে ফৌজদারি মামলায় অভিযুক্ত একাধিক নেতার নাম

by admin

বছর আষ্টেক আগের কথা। ২০১৪-র এপ্রিল। লোকসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে গুরুতর ফৌজদারি অপরাধে অভিযুক্ত সাংসদ-বিধায়কদের বিশেষ আদালতে টেনে নিয়ে যাবেন তিনি। দোষীদের জেলে পাঠাবেন ১ বছরের মধ্যে। এ বার মোদীর রাজ্যের বিধানসভা ভোটে দেখা গেল বিজেপির প্রার্থী তালিকাতেই ঠাঁই পেয়েছে ফৌজদারি মামলায় অভিযুক্ত একাধিক নেতার নাম।তবে গুজরাতে বিধানসভা ভোটে ‘দাগি’ নেতাদের প্রার্থী করার ক্ষেত্রে পিছিয়ে নেই কংগ্রেসও। তবে এ ক্ষেত্রে সব দলকে টেক্কা দিয়েছে, ‘নীতির রাজনীতির প্রবক্তা’ অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)। ভোট-নজরদারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস’ (এডিআর)-এর রিপোর্ট বলছে, প্রথম দফার ৮৯টি আসনের ভোটে আপের ৩০ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কংগ্রেসের ২০ শতাংশ এবং বিজেপির ১২ শতাংশ প্রার্থী গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত।

You may also like

Leave a Comment