NEWS :- আগামী শনিবার সিঙ্গাপুরের হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার হবে লালুর। সে জন্য শনিবারই সিঙ্গাপুর পৌঁছে গেলেন তিনি। সঙ্গে মেয়ে মিসা ভারতী। অপর কন্যা রোহিণী তাঁদের বিমানবন্দরে নিতে আসেন। সেখানকারই ভিডিয়ো টুইট করেছেন রোহিণী। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি হুইল চেয়ারে বসে বিমানবন্দর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে লালুকে। তাঁর গায়ে সাদা শাল জড়ানো। পিছনে মেয়ে মিসা। হুইলচেয়ার একটু এগোতেই দেখা যায় আর এক মেয়ে রোহিণী ছুটে এসে প্রণাম করছেন লালুকে। লালু তাঁকে আলগোছে আশীর্বাদও করেন।দীর্ঘ দিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশে বিজেপি বিরোধী শক্তির অন্যতম মুখ লালু। কিছু দিন আগেই দিল্লির এমসে এ জন্য ভর্তিও থাকতে হয়েছিল তাঁকে। সেই সময় লালুর সিঙ্গাপুরস্থিত মেয়ে রোহিণী সেখানকার চিকিৎসকদের সঙ্গে বাবার স্বাস্থ্য নিয়ে পরামর্শ করেন। সিঙ্গাপুরের চিকিৎসকেরা তাঁকে পরামর্শ দেন, লালুর কিডনি প্রতিস্থাপন করানোর। রোহিণী নিজের একটি কিডনি বাবাকে দিতে চান। কিন্তু তা নিয়ে পটনার যাদব বাড়িতে শুরু হয় মতান্তর। রাজি ছিলেন না লালু নিজেই। কিন্তু হাল ছাড়েননি রোহিণী। ধারাবাহিক ভাবে বোঝাতে বোঝাতে এক সময় কাজ হয়। মেয়ের কিডনি নিতে রাজি হয়ে যান আরজেডি প্রতিষ্ঠাতা।
125
previous post