২৬ নভেম্বর।। বিশালগড় থানাধীন চড়িলামে ডাকাতির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে রাতে উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের গোপাল দেবনাথের বাড়িতে। গৃহস্থের অভিযোগ, রাতে ডাকাত দল হানা দিয়ে বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে গোপাল দেবনাথের স্ত্রী ঝর্ণা দেবনাথের মুখে চাপা দিয়ে গলার চেইন কানের দুল কেড়ে নেওয়ার চেষ্টা করে। চার যুবক দা নিয়ে গোপাল দেবনাথের মুখের সামনে ধরে চুপ থাকার জন্য হুমকি দেয়। শব্দ করলে গলা কেটে ফেলবে বলে হুমকি দেয়। গোপাল দেবনাথ ডাকাত দলের দা ধরে ফেলেন। শুরু হয় ডাকাত দলের সাথে দস্তা দস্তি। এরফলে গোপাল দেবনাথ রক্তাক্ত হন। হাত এবং পা কেটে যায়। অন্যদিকে ওনার স্ত্রী ঝর্ণা দেবনাথের কপালে দায়ের কোপ লাগে। চিৎকার চেচামেচিতে প্রতিবেশীরা বাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় ডাকাত দল।তবে বেশ সাহসিকতার পরিচয় দিয়েছে বাড়ির মালিক গোপাল দেবনাথ এবং তার স্ত্রী। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় দমকল বাহিনী। আহত দু’জনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নেয়া হয়। শনিবার সকালে ঘটনার রহস্য উন্মোচন করতে চড়িলামে যান অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী, বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা। আগরতলা থেকে আনা হয় ডক্স স্কোয়াড ।ডাকাত দল গোপাল দেবনাথ এর ছেলের এবং ভাইয়ের দরজার বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিয়েছিল। বিশালগড় থানার পুলিশ ডাকাত দলের ফেলে যাওয়া দা উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রকৃত রহস্য উন্মোচন হোক চাইছে এলাকাবাসীও। বর্তমানে চুরি ছিনতাই কান্ড অহরহ ঘটলেও ডাকাতির ঘটনা নেই বললেই চলে। তবে অনেকের ধারণা নেশাখোরদের কান্ড হতে পারে। নেশার অর্থ যোগাতে চুরি ছিনতাই এর পর ডাকাতি শুরু করেছে বলে অনুমান অনেকেরই। প্রকৃত রহস্য উন্মোচন করুক পুলিশ দাবি স্থানীয়দের।
112
previous post