Home » সিবিআইয়ের হেফাজতে রয়েছেন গত কয়েক মাস

সিবিআইয়ের হেফাজতে রয়েছেন গত কয়েক মাস

by admin

সিবিআইয়ের হেফাজতে রয়েছেন গত কয়েক মাস। তা সত্ত্বেও তাঁকেই সভাপতি পদে রেখে পঞ্চায়েত ভোটে লড়াই করতে চায় তৃণমূল। তিনি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। ১১ অগস্ট বোলপুরের বাড়ি থেকে গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। তারপর ১৪ অগস্ট বেহালা পশ্চিমে জনসভা করতে গিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দলীয় রাজনীতিতে সক্রিয় ভাবে না থাকলেও তিনি যে ভীষণ ভাবেই রয়েছেন তা কার্যত স্পষ্ট হয়ে গেল বলে রাজনীতির কারবারিদের একাংশের ধারণা।

তাঁকে গুরুত্ব দিয়ে সভাপতি পদে রেখে দেওয়ার পক্ষপাতী বাংলার শাসকদল। শুক্রবার ক্যামাক স্ট্রিটের দফতরে বীরভূম জেলা থেকে নির্বাচিত তৃণমূলের ১০ জন বিধায়কের সঙ্গে বৈঠক করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বীরভূম থেকে তৃণমূলের প্রতীকে জয়ী বিধায়করা অনেকেই তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা। মূলত ৪ জন বিধায়কের হাতে সংগঠনের রাশ দিয়েছে দল।

You may also like

Leave a Comment