বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা যাওয়া শুরু হয়েছে।এই ছয়জন বাংলাদেশী নাগরিকদের আটক করে ইরানি থানার পুলিশ।আজ ২৪শে নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ছয়জনকেই টিলাবাজার এলাকা থেকে আটক করা হয়েছে বলে ইরানি থানার ওসি যতিন্দ্র দাস জানিয়েছেন।সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ইরানি থানার ওসি যতিন্দ্র বাবু বলেন যে,ইরানি থানার পুলিশ অফিসার আবু আওয়ালের নেতৃত্বে পুলিশ কর্মীরা বৃহস্পতিবার দুপুরে বাবুরবাজার এলাকায় প্রতিদিনের মতো গাড়ি চেকিংএ ছিলেন।সেইসময়, গোপন সূত্রের মাধ্যমে খবর আসে টিলাবাজার এলাকায় কিছু অপরিচিত মানুষ চলাফেরা করছে।এই খবর পেয়েই পুলিশ অফিসার আবু আওয়ালের নেতৃত্বে পুলিশ কর্মীরা টিলাবাজার এলাকায় গিয়ে অপরিচিত ছয়জন নাগরিকদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশের সন্দেহ হয়। সাথে সাথেই ৬জন নাগরিকদের ইরানি থানায় নিয়ে গিয়ে ইরানি থানার ওসি যতিন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ কর্মীরা টানা জিজ্ঞাসাবাদ শুরু করার পর ৬জন নাগরিক স্বীকার করে যে, উনারা বাংলাদেশের নাগরিক। ২৩শে নভেম্বর গভীর রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের টিলাবাজার আসে। অবৈধভাবে আসা ছয় জন বাংলাদেশী নাগরিকরা হলো শামিম মিঞা,মোঃ সুহাগ কাজি,সোয়েল রানা,আল আমিন রহমান,ফারুক হোসেন ও সোয়ান মিঞা। উনাদের কাছ থেকে
নগদ ভারতীয় ৪৯৫০ টাকা এবং ৬টি মোবাইল উদ্ধার করেছে ইরানি থানার পুলিশ।ওসি যতিন্দ্র দাস বলেন যে, বাংলাদেশের নাগরিকরা আরও স্বীকার করে যে, উনারা নাকি কাজের সন্ধানে ভারতে এসেছে।বৃহস্পতিবার বিকেলে কুমারঘাট রেলস্টেশনে যাবে এবং কুমারঘাট থেকে রেল দিয়ে তামিলনাড়ু গিয়ে কাজে যোগ দেবার কথা ছিলো।উনারা বাংলাদেশের এক দালালের মাধ্যমে টিলাবাজারে এসেছেন।কথা ছিলো টিলাবাজার আসার পর টিলাবাজার থেকে স্থানীয় আরেক দালাল উনাদের কুমারঘাট থেকে তামিলনাড়ু অব্দি নিয়ে যাবে।কিন্তু উনারা টিলাবাজার আসার পর বাংলাদেশের দালালের কথা অনুযায়ী টিলাবাজার কোনো দালালের নাগাল পায়নি। উনাদের বাংলাদেশের দালাল গতকাল গভীর রাতে অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটা তার পার করে দেয়।তবে অবৈধভাবে আসা ৬জন বাংলাদেশী নাগরিকরা বাংলাদেশের ভিন্ন ভিন্ন ছয় জেলার বাদিন্দা।ছয়জন বাংলাদেশের নাগরিকদের কাছে নগদ টাকা এবং মোবাইলের পাশাপাশি ভারতীয় জাল দুই আধার কার্ড ও নকল ভারতীয় স্টেট ব্যাংকের পাসবুক পাওয়া যায়।এই বাংলাদেশের নাগরিকদের আগামীকাল কৈলাসহরের আদালতে প্রেরণ করা হবে বলে ওসি যতিন্দ্র দাস জানান।ভোটের প্রাক্কালে এভাবে অবৈধভাবে আসা যাওয়া বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে।কিন্তু সীমান্ত এলাকার পাহাড়াদার সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের চোখে ধূলো দিয়ে কিভাবে প্রবেশ করছে এই বাংলাদেশীরা এনিয়ে রীতিমতো সীমান্ত এলাকা তোলপাড়
116