
এদিন মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, মণ্ডলের সাধারণ সম্পাদক আদিত্য সরকার, মদন বিকাশ চাকমা প্রমুখরা। ৬০টি মন্ডলে আগামী ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী ঘর ঘর বিজেপি অভিযান করা হবে। এরই অঙ্গ হিসাবে রাইমাভ্যালী মন্ডলে ঘর ঘর বিজেপি অভিযানকে সফল করার জন্য এদিন সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। অপরদিকে ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার যুব মোর্চা রাইমাভ্যালী মন্ডল কমিটির উদ্যোগে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সাইমা ট্যুরিস্ট লজে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিজেপি ধলাই জেলা কমিটির সহ-সভাপতি তথা ডুম্বুর নগর ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, যুব মোর্চা সভাপতি সজল মল্লিক, যুব মোর্চার প্রভারি প্রীতি কুমার চাকমা প্রমুখরা। এই দিনের সাংগঠনিক বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের বিভিন্ন রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।