ভারত জোড়ো ও ত্রিপুরা বাঁচাও স্লোগানকে সামনে রেখে উদয়পুর রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রে জেলা কংগ্রেসের উদ্যোগে এক পদযাত্রা মিছিল বের হয় মঙ্গলবার সকাল ৯ টায় । এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা টিটন পাল, প্রণজিৎ রায় ও কংগ্রেসের জেলা সভাপতি সৌমিত্র বিশ্বাস সহ প্রমুখ । এদিন মিছিলটি জেলার দলীয় অফিস থেকে বের হয়ে উদয়পুর মধ্যপাড়া , সোনামুড়া চৌহমুনী , খিলপাড়া , রাজারবাগ ও ছনবন হয়ে পুনরায় মিছিলটি এসে সমাপ্তি হয় জেলা কংগ্রেস ভবনে । এদিনের মিছিলে কংগ্রেসকর্মীরা তাদের প্রত্যেকের শরীরে ছিল ত্রিপুরা বাঁচাও এই বার্তা । মিছিলটি দেখার জন্য রাস্তার দু’ ধরে প্রতিটি জায়গায় জরো ছিলেন সাধারণ মানুষ । চতুর্থ দিনের এই মিছিলে উদয়পুর রাধাকিশোর পুর বিধানসভা কেন্দ্রে ব্যাপক সারা পরিলক্ষিত হয় কংগ্রেস কর্মীদের মধ্যে । আগামী তিনদিন এই ধরনের পথযাত্রা জারি থাকবে কংগ্রেস কর্মীদের মধ্যে এমনটাই জানান জেলা কংগ্রেসের সভাপতি সৌমিত্র বিশ্বাস
122
previous post