Home » এনকাউন্টারে মৃত্যু হল কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের খুনে অন্যতম মূল অভিযুক্ত জঙ্গি।

এনকাউন্টারে মৃত্যু হল কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের খুনে অন্যতম মূল অভিযুক্ত জঙ্গি।

by admin

তিনি ছিলেন পুলিশের হেফাজতেই। সূত্রের খবর, একটি ঘটনার জায়গায় তাঁকে নিয়ে গিয়েছিল পুলিশ। সেখানেই পালানোর চেষ্টা করেন ওই জঙ্গি। তখনই গুলিতে মৃত্যু হয় তাঁর।

কুলগামের বাসিন্দা লস্কর জঙ্গি সাজ্জাদ তান্ত্রিকে পুলিশ ধরে ফেলেছিল। রবিবার সকালে অনন্তনাগের বিজবেহেরার চেকি ডুডু এলাকায় জঙ্গি-পুলিশ গুলির লড়াই শুরু হয়। পুলিশ জঙ্গিদের ঘিরে ফেলে। ঘটনার পুনর্নির্মাণ এবং চিহ্নিতকরণের জন্য সাজ্জাদকে হাজির করায় পুলিশ। সেই সময় আবার গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গুলি এসে লাগে সাজ্জাদের গায়ে। মাটিতে লুটিয়ে পড়েন সাজ্জাদ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

You may also like

Leave a Comment